খড়ের গাদায় আগুন পরিদর্শনে এমপি 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, রোববার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ | ১২৩

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নে চফগদাধর ও মাগুরিয়া গ্রামে ১৭টি বাড়ীর আঙ্গিনার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় একদল দুর্বৃত্তরা। 

রোববার বিকালে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।  

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে টিন ও নগদ অর্থ দেওয়ার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন সময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, নাগরপুর পূজা উৎযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, সাধারন সম্পাদক রাম কৃষ্ণ সাহা, ধুবরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শাকিল ।  

উল্লেখ্য গত সোমবার (৬ ফ্রেরুয়ারি) রাত তিনটার দিকে একদল দুর্বৃত্তরা ১৭টি খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেয়। এসময় এলাকাবাসী দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস খবর দিলে তারা ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে ১৭টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়।