টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৪৭৪

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ইব্রাহিম খলিল, নেজারত ডেপুটি কাল্টেকরেট (এনডিসি) আব্দুল করিম, সহকারি কমিশনার দ্বীপ ভৌমিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল টুরিস্ট পুলিশের ইনচার্জ আতিকুর রহমান, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।