শার্শায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৫৫ পরিবার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৪ পিএম, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | ১২৪

“মুজিববর্ষ” উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর ও দলিল প্রদান করা হয়েছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী'র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করার পরই শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল সভাপতিত্বে আশ্রয়ন-২ এর ৩য় পর্যায়ে দ্বিতীয় ধাপে বরাদ্দকৃত ভূমিহীন ও গৃহহীন ৫৫ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।