টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ের উদ্বোধন
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ের উদ্বোধন করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম (বার)। গতকাল বিকেলে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কার্যালয়টির কার্যক্রম বেশ কিছুদিন পূর্ব থেকে শুরু হলেও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গবিন্দ চন্দ্র পাল তার পরিকল্পনা অনুযায়ী অত্যান্ত সুন্দরভাবে তিনি তার কার্যালয়টি ঢেলে সাজান।
পরে গতকাল ভিত্তি ফলক উন্মোচন করলেন টাঙ্গাইলের দুইবার পুলিশের সর্বোচ্চ খেতাপ প্রাপ্ত টাঙ্গাইল এসপি পার্কের প্রতিষ্ঠাতা মাহবুব আলম পিপিএম।
এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মোহাম্মদ আহাদুজ্জামান মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মধুপুর সার্কেল মো. আলমগীর কবির, সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল মো. মাসুদুর রহমান মনির, ডিআইও ওয়ান মো. হারেচ আলী মিয়া, আর.আই টাঙ্গাইল মো. ইউসুফ বেপারী, অফিসার ইনচার্জ দেলদুয়ার থানা মো. জহিরুল ইসলাম, টিআই টাঙ্গাইল মো. রফিকুল ইসলাম প্রমুখ।
টাঙ্গাইল পুলিশ সুপার পরে সকলকে নিয়ে সেখান থেকে এসপি পার্কের সংযোজিত লৌহজং সাম্পান উদ্বোধন করেন এবং পার্ক সংলগ্ন লৌহজং ফ্রাইড চিকেন রেস্টুরেন্টটিও উদ্বোধন করে পার্কটি পরিদর্শন করেন।
