দৌলদিয়ার যানবাহন গুলো বঙ্গবন্ধু সেতু ব্যবহার করায় এলেঙ্গাতে কয়েক কিমি ধীর গতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, সোমবার, ৯ মে ২০২২ | ১৮৩

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহন এবং দৌলদিয়ার ফেরিঘাটের যানবাহন গুলো বঙ্গবন্ধু সেতু ব্যবহার করায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচলা করছে।

এতে মহাসড়কের এলেঙ্গা অঞ্চলের ৩ কিলোমিটার এলাকায় ধীরগতি রয়েছে।

সোমবার (৯ মে) সকালে মহাসড়কের এলেঙ্গা, রাজাবাড়ী মোড়, ভুঞাপুর লিংক রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত থেকে দৌলদিয়া ফেরিঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের বহনকৃত বাস গুলো অগ্রাধিকার দিয়ে ফেরি পারাপার হচ্ছে। এতে করে ওই সড়কের ট্রাক গুলো বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার দিকে প্রবেশ করছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‚ সেতু মহাসড়কে  যানবাহনের চাপ বেড়েছে। ভোর রাতে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হচ্ছে।

পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, দৌলদিয়া ফেরিঘাটের যানবাহন গুলো বঙ্গবন্ধু সেতু ব্যবহার ভোর রাতে চাপ বেড়ে যায়। এতে ভোর রাতে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।