নাগরপুরে নির্বাচনী প্রচারণায় শীর্ষে কুদরত আলী
 
												 
																			আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে নৌকা প্রতীকের প্রচারণায় শীর্ষে দুই বারের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. কুদরত আলী।
২৮ নভেম্বর ভোটের দিন সামনে রেখে নৌকা প্রতীক নিয়ে রাত দিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি।
কুদরত আলী ছাত্র রাজনীতি থেকে আজ উপজেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও সদর ইউনিয়নের বিপুল ভোটে দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাধারন ভোটারা মনে করেন কুদরত আলী নির্বাচনী প্রচারণায় শীর্ষে রয়েছেন। হাট বাজারে চা দোকানে চলছে নির্বাচনী আলাপ আলোচনা। প্রতিদিন চলছে এই প্রার্থীর মিছিল মিটিংসহ নানা সামাজিক অনুষ্ঠান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পাড়ামহল্লায় নৌকা প্রতীকের প্রচার-প্রচারনা।
নির্বাচনী প্রচারণার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. কুদরত আলী বলেন, আমি দুইবার চেয়ারম্যান থাকাকালীন সদর ইউনিয়নের রাস্তা ঘাট, মসজিদ মাদ্রসা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছি। অসমাপ্ত কাজ সমুহ করার লক্ষ্যে এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহীকতা বজায় রাখতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। জনগণের মাঝেও ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারা আমাদের সাথে আছেন। এসময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
 
                         
 
             
            