টাঙ্গাইলে বিপুল পরিমাণ বিড়ির জাল প্যাকেটসহ গ্রেফতার ২

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:০৬ পিএম, সোমবার, ২৩ আগস্ট ২০২১ | ১৬৬

টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ বিড়ির জাল প্যাকেটসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (২৩ আগস্ট) উপজেলার ইছাপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার বটতৈল এলাকার খলিল মোল্লার ছেলে ফরিদ মোল্লা (৩০) এবং একই এলাকার আতিয়ার আলী শেখের ছেলে মুরাদ আলী শেখ (৩১)। 

এ সময় তাদের কাছ থেকে পাখি স্পেশাল বিড়ির ৩২ হাজার ২৬৫ টি প্যাকেট উদ্ধার করা হয়। 

 র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সরকারকে ফাঁকি দিয়ে জাল রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে পাখি স্পেশাল বিড়ি বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত বিড়ির মূল্য ৫ লাখ ৮০ হাজার ৭৭০ টাকা। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।