টাঙ্গাইল বিচার বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন

স্টর্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, রোববার, ২২ আগস্ট ২০২১ | ১৯৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল বিচার বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। 

রোববার(২২ আগস্ট) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের। 

এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ।

বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। সমন্বয়নের দায়িত্বে ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (নেজারত বিভাগ) রূপন কুমার দাশ এবং জেলা ও দায়রা জজশীপের ভারপ্রাপ্ত বিচারক (নেজারত বিভাগ) মো. মজিবুর রহমান। 

লেবু, মালটা, সফেদা, পেয়ারা, আমড়া, পেঁপেসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের এবং ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।