গোপালপুরে আফসানা মেমোরিয়াল

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট প্রদান

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪০ পিএম, রোববার, ১৪ জানুয়ারী ২০১৮ | ৩০৮

টাঙ্গাইল গোপালপুর উপজেলার বনমালী আফসানা প্রি-ক্যাডেট স্কুল মাঠে গতকাল বিকালে আফসানা মেমোরিয়াল স্কলারশীপ বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, ক্রেস, নগদ অর্থ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ১৪টি বিদ্যালয়ের ৫৬৪জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১২০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্ত স্কুলের মধ্যে সেরা বৃত্তিপ্রাপ্ত স্কুল হিসেবে গোপালপুর লাইটহাউস ল্যাবরেটরি স্কুলকে শ্রেষ্ঠ বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দেওয়া হয়।

লাইটহাউস ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠানকে একটি ল্যাপটপ ও ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

আফসানা মেমোরিয়াল স্বলারশীপ বৃত্তি প্রদান অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ হোসেন আলী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে এর সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আয়ারল্যান্ড প্রবাসী মোঃ আফসারুল ইসলাম, নলিন নউম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আলমনগর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বনমালী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হালিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।