টাঙ্গাইলে ১২ উপজেলায় ১৯৮ জনের মৃত্যু

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, শনিবার, ২৪ জুলাই ২০২১ | ৭০৪

টাঙ্গাইলে এ পর্যন্ত ১২ উপজেলায় করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গত দুই মাসে শতাধিক ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো, সাহাবুদ্দিন খান

টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে ভুয়াপুর উপজেলার ১জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাড়াঁয় ১৯৮জন। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭১ জন, নাগরপুরে ২জন, দেলদুয়ারে ১৬জন, সখীপুরে ১৩জন, মির্জাপুরে ১৭, বাসাইলে ১১জন, কালিহাতীতে ২৪জন, ঘাটাইলে ১৭জন, মধুপুরে ৪জন, ভূঞাপুরে (৯+১)=১০জন, গোপালপুরে ৯জন আর ধনবাড়ী উপজেলায় ৪ জন।

অপর দিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় শনিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৩১ টি নমুনা পরীক্ষায় ৩৮জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৫০৭ জন ।এদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৬৫১ জন।

এদিকে জেলায় হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২২ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৭৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৩ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৬৬ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো, সাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করতে হবে। লকডাউনের মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।