টাঙ্গাইলে নতুন করে ১১৩জন করোনায় আক্রান্ত 

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০৬ এএম, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | ৬০৪

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫৪ জন, কালিহাতীতে ২০জন, মির্জাপুরে ১০ জন, ঘাটাইল ও বাসাইলে ৮ জন করে, দেলদুয়ারে ৬ জন, ভঞাপুরে ৩ জন, গোপালপুরে ২জন, মধুপর ও সখীপুরে একজন করে রয়েছেন।

এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫৮২৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৬জন। আরোগ্য লাভ করেছেন ৪৩৭১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৪৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫১৪৯ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।