মির্জাপুরে কাঁচা বাজার স্থানান্তর

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ | ২৯৮

করোনা ভাইরাস সংক্রমণ রোধে টাঙ্গাইলের মির্জাপুরে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাঁচা বাজার শুরু হয়েছে।

মির্জাপুর দুটি শেড এবং একটি সরু গলিতে কাঁচা বাজার রয়েছে। এছাড়া মাছ বাজার ও মাংশ বিক্রির জায়গাও এখানে রয়েছে। লকডাউনের এই সময়ও মানুষ এই অল্প জায়গায় কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েছে।

এ অবস্তায় স্তানীয় প্রশাসন কয়েকদিন আগেই সরকারের নির্দেশনা মতে কাঁচা বাজারটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তরের নির্দেশ দেন। প্রশাসনের নির্দেশনা মতে বুধবার বিকেল থেকে কাঁচা বাজার স্থানান্তরের কাজ শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে স্টেডিয়ামে কাঁচা বাজার শুরু হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বরেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মতেই কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাঁচা বাজার মঠেই থাকবে।