মির্জাপুরে ভূমি ও ঘরের দলিল পেলেন ৪১ পরিবার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯ পিএম, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ | ৫৬৬

মুজিব বর্ষে টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২৩৭ গ্রহহীন পরিবারের মধ্যে ৪১ পরিবারকে জমি ও ঘরের কাগজপত্র বুঝয়ে দ্রেয়া হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরই গোড়াই ও তরফপুর এলাকায় নির্মিত এই গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ মিলনাতনে ৪১ দরিদ্র পরিবারকে ডেকে জমি ও ঘরের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি বিপ্লব মাহামুদ উজ্জল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, আজাহরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, দপ্তর সম্পাদক জহিরুল হক প্রমুখ।

জমি ও ঘরের কাগজপত্র হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা কররেন প্রতিবন্ধি বৃদ্ধ কফিল উদ্দিন (৬২)। পরিবার পরিজন ছাড়া গোড়াই নাজিরপাড়া এলাকায় কম টাকায় একটি ভাড়া বাসায় থেকে কোনরকম দিনপাত করছেন তিনি। বৃদ্ধ বয়সে নিজের একটা ঘর পেয়ে যেন অন্ধকারে আলোর ঝলকানি আসলো তার জীবনে।

কফিল উদ্দিনের মত একইভাবে একটু আশ্রয়ের সন্ধান পেয়ে যেন আশার আলো দেখছেন তরফপুরের ডৌহাতলীতে মেয়ের বাড়িতে থাকা প্রতিবন্ধি বৃদ্ধ সামছল, দেওহাটা বাকালি পাড়ার বাবার বাড়িতে থাকা পুস্প রানি, একই এলাকার তারা রানি।