টাঙ্গাইলে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ভিত্তি প্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধন করলেন ছানোয়ার এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৫৪৩

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কমপ্লেক্স শাখার সমিতি ঘরের ভিত্তি প্রস্তর ও নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ ২১ নভেম্বর শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ নুরুল আমিন মিঞা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোঃ সদর উদ্দিন, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ রৌফ,বি.এম.এ সভাপতি ডাঃ ইবনে সাঈদ,সাধারণ সম্পাদক ডাঃ শহীদুল্লাহ কায়সার,বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মজনু মিয়া, সাধারণ সম্পাদক বাবু মহাদেব চন্দ্র দাস'সহ সমিতির কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।