আওয়ামীলীগ সরকার মানেই গ্রাম বাংলার উন্নয়ন..ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ | ১৭৭১

টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন আওয়ামীলীগ সরকার মানেই গ্রাম বাংলার উন্নয়ন। এই উন্নয়নে ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সেবক হয়ে আছি এবং থাকব।

বৃহস্প্রতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের জিপিএস কবরস্থান হতে নদীর ঘাট পর্যন্ত ও মগড়া ইউনিয়নের আয়নাপুর জিসি-দূর্গাপুর এবং শিমুল মসজিদ-রানাগাছা ভায়া শিমুল মাদ্রাসা পর্যন্ত নতুন পাকা রাস্তা কাজের শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। 

এসময় আরোও উপস্থিত ছিলেন এড্যাভোকেট খোরশেদ আলম চেয়ারম্যান টাঙ্গাইল সদর উপজেলা,ফারুক হোসেন থানা নির্বাহী অফিসার,বাবু রাজ কুমার চেয়ারম্যান গালা ইউনিয়ন,আজাহার আলী চেয়ারম্যান মগড়া ইউনিয়ন ও ইউনিয়ন আওয়ামীলীগের নেত্ববৃন্দ।