তুরস্কের সঙ্গে বাংলাদেশের দুই সমঝোতা স্মারক সই

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭ | ৪১২

তুরস্কের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এছাড়া দেশটির সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং প্রতিরক্ষাসহ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই ও টিএসআই এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের মধ্য সমঝোতা স্মারক দুটি সই হয়।

শেখ হাসিনা বলেন, বৈঠকে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়েও দু’দেশ একমত হয়েছে।

এসময় বাংলাদেশ সফর বিশেষ করে রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসায় তুর্কি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছান বিনালি ইলদিরিম। বুধবার সকালে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন তিনি। সেখানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। সফর শেষে বুধবারই কক্সবাজার থেকে তুরস্কের উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।