নাটোরে তিন বেকারী মালিকের ৮০ হাজার টাকার অর্থ দন্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, বুধবার, ২০ মে ২০২০ | ৩৭৪

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদন এবং উৎপাদিত পণ্যের মেয়াদ মেয়াদ জালিয়াতির দায়ে শহরের তিন বেকারী মালিককে মোট ৮০ হাজার টাকার অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু হাসান মঙ্গলবার সন্ধ্যায় শহরের মল্লিকহাটি ও হুগোলবাড়িয়া এলাকায় র‌্যাব ফোর্স ও স্যানিটারি ইন্সপেক্টর সহযোগে পরিচালিত অভিযান শেষে আদালতের দন্ড প্রদান করেন।

শহরের মল্লিকহাটি এলাকার ফেন্সি বেকারীর মালিক আব্দুস সালামকে ৩০ হাজার টাকা ও নাদিম বেকারীর মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা এবং হুগোলবাড়িয়া এলাকার মামুন বেকারীর মালিক আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকার অর্থ দন্ড প্রদান করা হয়।

বেকারী তিনটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদন ছাড়াও উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ অগ্রিম ব্যবহার এবং নীতিমালা বর্হিভূত অতিরিক্ত মেয়াদের তারিখ ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ প্রমাণিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এই দন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে।