নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত
 
												 
																			নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রলির সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক সেলিম হোসেন (৩৫) নিহত ও শরীফুল ইসলাম নামে এক ধান ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার মাড়িয়া দ্বীপপাড়া এলাকার আব্দুর রহমান সবুলের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বনপাড়ায় ধান বিক্রি করে ট্রলিটি বড়াইগ্রামে ফিরে যাচ্ছিল। পথে লাথুরিয়া এলাকায় ট্রলিটি নষ্ট হলে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তারা সেটি মেরামতের চেষ্টা করছিলেন।
এ সময় দ্রুতগামী একটি ট্রাক ট্রলিকে ধাক্কা দিলে চালক সেলিম হোসেন নিহত ও ব্যবসায়ী শরীফুল ইসলাম গুরুতর আহত হন।
 
                         
 
             
            