শার্শার বাগআঁচড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু
 
												 
																			যশোর জেলার শার্শা উপজেলার বাগ আঁচড়ায় লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হযরত আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১২ মে) সকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল জানান, স্থানীয় মেম্বারের মাধ্যমে জানতে পারি অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। হযরত আলীর মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
 
                         
 
             
            