সাবেক মেয়র মুক্তির অর্থায়নে ১৮ওয়ার্ডে চলছে হটলাইন
সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের থাবায় অচল হয়ে পড়েছে। সেই সাথে দেশ অচল হয়ে পড়েছে,চলছে লকডাউন। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমজীবি,নি¤œ ও মধ্য আয়ের মানুষ গুলো। অনেকে আবার না খেয়ে থাকছে। ত্রাণের জন্য ঘুরেছে,আবার অনেকে চক্ষু লজ্জার কারণে পারছে না লাইনে দাড়াতে। তাদের জন্য টাঙ্গাইল পৌর এলাকায় হটলাইন সেবা চালু করেছেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি।
জানা যায়,সাবেক মেয়র এর নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভায় এক যোগে ১৮টি ওয়ার্ডে চালু করা হয়েছে এই হটলাইন-নম্বর সমূহগুলি নি¤েœ দেওয়া হল- ১নং ও ১৮নং ওয়ার্ড
নম্বর-০১৭৪০-৯৫৪৭৩৭,০১৭০৩-৩৯৯০১০,২নং ওয়ার্ড নম্বর-০১৯৬৭-৬২৬৩৮১,০১৬৩৭-৫৪৬৬১২,৩নং ও ১৬নং ওয়ার্ড নম্বর-০১৬১২-৭২৭৮১৫,০১৭১২-৪৬৮৯৬৩,৪নং,৫নং ও ৬নং ওয়ার্ড নম্বর-০১৮৬৭-১৭২৪১৭,০১৭৭৫-৯৯০৯৯০,৭নং,৮নং ও ৯নং ওয়ার্ড নম্বর-০১৮৬৭-১৭২৪১৭,০১৯৯৩-৭৫৯৯৯৫,১০নং,১২নং ও ১৩নং ওয়ার্ড নম্বর-০১৭১২-৮০৭২১১,০১৭১১-৯৬৩২৩১,১১নং ওয়ার্ড নম্বর-০১৯৩১-০৭৩৪০৬,১৪নং ও ১৫নং ওয়ার্ড নম্বর-০১৩১৬-৬১৯৬৩২, এবং ১৭নং ওয়ার্ড নম্বর-০১৮৫৮-১৩২৬৯৬,০১৭৪৩-৪৬১১৬১। হটলাইনের কল করলেই তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তার কর্মী বাহিনী এবং যারা কল করেন তাদের পরিচয় রাখা হচ্ছে গোপন।
খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষ বলছে,হট লাইন চালু করাতে আমাদের অনেক সুবিদা হয়েছে। আমরা সাবেক মেয়র মুক্তির জন্য অনেক দোয়া করি। সে আমাদের কথা চিন্তা করে হটলাইন খোলার জন্য তাকে অনেক ধন্যবাদ।
এ বিষয়ে ফোনে হটলাইনের প্রধান সমন্বয়কারী জানান যতদিন পর্যন্ত এ সমস্যা সমাধান না হচ্ছে তাদের এই হটলাইন সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
