চরফ্যাশনে জর্দা ও ঘুমের ঔষুধ খেয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯ পিএম, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | ১৯৭

ভোলার চরফ্যাসনে জর্দা ও ঘুমের ঔষুধ খেয়ে বিষক্রিয়ায় মো. তানজীম (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার ১৮ এপ্রিল দুপুরে চরফ্যাশন পৌরসভা ৮ নং ওয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে। নিহত মো. তানজিল চরফ্যাশন বাজারের ব্যবসায়ী হাজী মো. মোহসিনের ছেলে চরফ্যাশন সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, মো. তানজীম শনিবার দুপুরে অতিরিক্ত জর্দা খায় সে এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচও) ডাঃ শোভন বসাক বলেন, জর্দা ও ঘুমের ঔষুধের বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সে জর্দার ও সাথে অতিরিক্ত ঘুমের ঔষুধ সেবন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তার পিতা মো. মোহসিনের কাছে হস্তান্তর করা হয়েছে।