কালিহাতীতে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ | ৬০৬

 টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার ইছাপুর নামকস্থানে মোটরসাইকেলের সাথে অটোর ধাক্কায় লিপি আক্তার(৩০)নামের এক গৃহবধু পড়ে গেলে তাৎক্ষনিক বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে ১৩ ডিসেম্বর বুধবার দুপুর ১ টার দিকে।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, উপজেলার ইছাপুর গ্রামের সাইদুল হক মোটরসাইকেল যোগে তার স্ত্রীকে নিয়ে কালিহাতী বাড়িতে আসার পথে ইছাপুর নামকস্থানে পৌঁছালে পিছন থেকে পড়ে গেলে বিনিময় পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধু লিপি আক্তার ঘটনাস্থলেই মারা যায়।