ভূঞাপুরে বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
 
												 
																			‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে প্রথম বারের মতো সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
রবিবার (০১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি করা হয়। পরে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্নরায় চত্বরে এসে শেষ হয়।
এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা বীমা এসোসিয়েশনের সভাপতি মো. রাজ্জাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশন (ভূমি) মো. অাসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান অালিফ নুর মিনি, পৌর অাওয়ামী লীগের সাধারন সম্পাদক অাব্দুর রাজ্জাক ভোলা, থানা ওসি (তদন্ত) মো. এনামুল হক চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।
 
                         
 
             
            