নতুন বছরে তরুণ প্রত্যাশা

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | ৪৪০

তরুণ প্রজন্মের উপর নির্ভর করে আগামীর ভবিষৎ।তরুণ প্রজন্ম অত্যন্ত সম্ভাবনাময় ।তরুণদের চিন্তা করার ক্ষমতা, কাজের দক্ষতা ও আগ্রহ, শক্তিমত্তা ইত্যাদি এই প্রজন্মকেআলাদা করেছে মানব কূলে। যদি শিক্ষা, অর্থনীতি, ব্যবসাসহ সকল সেক্টরে ব্যাপক উন্নতিসাধন করতে হয় তাহলে তারুণ্যের শক্তিমত্তাকে কাজে লাগাতে হবে। কারণ তরুণরাই পারেঅসম্ভবকে সম্ভবপর করে তুলতে। তাই নতুন বছর উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদেরপ্রত্যাশা কেমন তা নিয়ে কথা বলেছেন জুবায়ের রহমান।

মিজবাহ উদ্দিন জুনায়েদ 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

অস্থিতিশীল সমাজে কত কিছুরই প্রত্যাশা থাকে। তবে নিজের আশেপাশের মানুষের ইতিবাচক পরিবর্তন ও নৈতিকতার উন্নতিস্বাধন সবার আগে চাই। দুর্নীতির আগ্রাসন থেকে সমাজকে মুক্ত করে জাতির উন্নয়নের পথকে প্রশস্ত করার পথকে সুগম করারজন্য নৈতিকতার উন্নয়নের বিকল্প নেই। ব্যক্তিগতভাবে বললে, নিজের সময়টা যেন ভাল কাটে । কখনোই যেন পথভ্রষ্ট না হয়, সেই প্রত্যাশাই করি।

সুমাইয়া আক্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

উচ্চ বিদ্যাপিঠের শিক্ষার্থী হিসেবে নতুন বছরে আমার প্রত্যাশা রবে, যেন আমার পাঠ পরিকল্পনা বাস্তবধর্মী হয়।আমি যেনোআবার নতুন করে, নতুন উদ্যম নিয়ে, আবারো সামনে এগিয়ে যেতে পারি।শিক্ষার সকল উপকরণ কে বাস্তবধর্মী করে, জীবনেপ্রয়োগ করতে পারি।কবিগুরুর একটি কথা আমি সব সময় নিজের ভেতরে রেখে চলি “এমন জীবন করিতে হইবে গঠন, মরণেহাসিবে তুমি কাঁদিবে ভুবন।” নতুন বছরে আমি আবারো এই প্রত্যয় নিয়ে  আমার জীবন গড়ে তোলার সংগ্রামে নেমে পড়বো।আমার ভীষণ আশা থাকবে, এই চেতনাকে বুকে ধারণ করে সবাই নিজেকে নতুন করে তৈরী করবে।নতুন করে দেশ এবং জাতিকেএগিয়ে নিয়ে যাবে।

মোমতাহিন ইসলাম তানজিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

স্বাধীনতার ৪৮ বছর শেষ হতে চলল, বাংলাদেশ এখন নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এগিয়ে চলছেদূর্বার গতিতে। উন্নত দেশের তালিকায় নাম উঠতে বেশি দেরি নেই। কিন্তু এত সম্ভাবনায় পরিপূর্ণ দেশেও নানাবিধ সমস্যা রয়েগেছে এখনো। তাই তো আমাদের মত তরুণদের প্রতিবছরই বিভিন্ন প্রত্যাশা থাকে দেশের প্রতি, যেন দেশটা সকল সমস্যা মুক্তথাকে। মাতৃভূমিটা সবার জন্য বসবাসের উপযোগী হয় আমাদের এই সোনার বাংলা। 

আবুল হোসেন নয়ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

 

একটি সুন্দর স্থিতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনই হবে আমার প্রত্যাশা। নতুন বছর হোক তরুণদের জন্য আশীর্বাদময়।বছরটা  সঠিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা। পরিকল্পনাই কর্মের অর্ধেক হিসেবে কাজ করে। সঠিকপরিকল্পনার সাথে অধ্যবসায়ী এবং ধৈর্যশীল হওয়া দরকার। অধ্যবসায় এবং ধৈর্য কাঙ্ক্ষিত লক্ষ্যে একটি জাতিকে পৌছে দিতেসাহায্য করে।কথায় বিশ্বাসী না হয়ে কাজে বিশ্বাসী হতে হবে।