টাঙ্গাইলে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | ১৯৯

‘অভিগম্য আগামীর পথে’, এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।  

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা আধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারী শিশু পরিবার বালিকা প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।  জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিঞা, সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আনিছুর রহমান প্রমুখ। 
 
আলোচনা সভা শেষে অসহায় দরিদ্র ও বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। 

এ সময় প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।