মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে

টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৪১ এএম, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ | ৫৩৭

ভোলার বোরহানুদ্দীন উপজেলায় মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

আজ বুধবার সকালে শহরের নিরালা মোর শহীদ মিনার থেকে জেলা বিএনপি’র উদ্যোগে একটি বি’ক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধার মুখেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্মসম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। মহানবী (সা.) কে নিয়ে যে না’স্তিক কটুক্তি করেছে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।