আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন বুয়েট ভিসি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ এএম, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ | ৫৭৭

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে আজ শুক্রবার বিকেল ৫টায় আলোচনা সভা করবেন উপাচার্য সাইফুল ইসলাম। কিছুক্ষণ আগে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি জানান। অবশ্য গতকাল বৃহস্পতিবারই এ বিষয়টি জানাজানি হয়।

বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিলেন, উপাচার্য যদি আজ শুক্রবার বেলা ২টার মধ্যে তাঁদের সঙ্গে দেখা না করেন, তাহলে বুয়েটের সব ভবনে তালা ঝুলিয়ে দেবেন। এমন পরিস্থিতিতে গতকালই উপাচার্যের পক্ষ থেকে আলোচনায় বসার কথা জানানো হয়।

আবরার হত্যার প্রতিবাদে পঞ্চম দিনের মতো সকাল থেকেই বুয়েট ক্যাম্পাসে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। আজও তাঁরা মিছিল ও পথনাটকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।