পরীক্ষায় পাশ এনে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ০৮:৪২ এএম, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ১৪৫

টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি (অনার্স) বিভাগের শিক্ষক শামীম কবিরের বিরুদ্ধে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার পাশএনে দেয়ার বিনিময়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের ৯ জন শিক্ষার্থী টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছে।

অভিযোগে জানাযায়, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষা চলাকালে লোকমান ফকির মহিলা ডিগি ্রকলেজের অর্থনীতি (অনার্স) বিভাগের শিক্ষক শামীম কবির ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই ভেন্যুতে পরীক্ষায় অংশ গ্রহন করেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা ।

শামীম কবির অপেক্ষাকৃত বেশকিছু দুর্বল ছাত্রদের খুঁজে বেরকরে তাদের ঢাকা বোর্ড থেকে টাকার বিনিময়ে পাশ নিশ্চিতকরার প্রতিশ্রুতি দেন। এজন্য ছাত্র প্রতি ৪ হাজার করে টাকা নেন। কিন্তু এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে ওই সব ছাত্র অকৃতকার্য হয়। টাকা প্রদানকারী শিক্ষার্থীরা শিক্ষক শামীম কবিরের কাছে টাকা ফেরত চাইলে টাকা ফেরত নাদিয়ে নানাবাহানায় কালক্ষেপণ করতে থাকে। এদিকে টাকা ফেরত না দেওয়ায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের ৯ জন ছাত্র এইচএসসি পরীক্ষার পাশএনে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিতঅভিযোগ করেছে।

শিক্ষক শামীম কবির এইচএসসি পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেয়ার বিনিময়ে টাকা নেয়ার কথা স্বীকারকরে বলেন, ছাত্রদের সাথে কথা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেব।

লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার বলেন, শিক্ষক শামীম কবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। কলেজ গর্ভনিং বডির মিটিংয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।