গুজব মাদক জঙ্গী ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৪৩ এএম, সোমবার, ২৯ জুলাই ২০১৯ | ২০৯

টাঙ্গাইলে সদর ফাঁড়ির উদ্যেগে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে ম্যাটস্ এর শিক্ষার্থীদের সাথে গুজব মাদক জঙ্গী ইভটিজিং ও বাল্য বিবাহ সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল মেডিকেল এসিস্ট্যান্ড (ম্যাটস্) হল রুমে টাঙ্গাইল সদর থানার আয়োজনে এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা। 

টাঙ্গাইল ম্যাটস এর প্রভাষক ডাঃ মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রভাষক ডাঃ জিয়াউল হক, প্রভাষক ডাঃ আইয়ুব আলী প্রমুখ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত (ওসি) মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল মডেল থানার ওসি তদন্ত সালাহউদ্দিন, টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন ।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাটস্ এর শিক্ষার্থীরা।