টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৩৫ পিএম, শনিবার, ২০ জুলাই ২০১৯ | ১৯৯

টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। 

রোববার সকালে সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. মজনু মিয়া বলেন, সকালে বাসা থেকে বের হওয়ার পর জানতে পারি কান্দিলা বাজারে ছেলে ধরা সন্দেহে একজনকে মারধর করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে ঐ বাজারে গিয়ে দেখতে পাই ওই লোকটাকে ঘিরে অনেক মানুষ দাড়িয়ে আছে। 

পরে পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আসলেও সে ছেলে ধরা কিনা আমি সঠিক বলতে পারছি না। 

এ ব্যাপারে এ এস আই মো. নবীন বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তাকে মানসিক প্রতিবন্ধি মনে হচ্ছে। সুস্থ্য হওয়ার  পরে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, ছেলে ধরা সন্দেহে কান্দিলা বাজারে একজনকে মারধর করার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আসলেও কি সে ছেলে ধরা কিনা এখনই তা বলা যাবে না। তদন্ত শেষ করে তা প্রকাশ করা হবে। 

রোববার থেকে টাঙ্গাইল শহরে মাইকিং করা হবে। কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর না করে পুলিশকে খবর দেয়।