বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পিএম, মঙ্গলবার, ৪ জুন ২০১৯ | ২৩৭

বৃষ্টি উপেক্ষা করে শত বছরের ঐতিহ্য নিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত। 

বুধবার সকাল ১০ টায় শুরু হয় বৃহত্তম এই জামাতটি। পৌনে ১০টা থেকে ঐতিহাসিক এই জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

ঈদের দিন সকালে গুড়িগুড়ি বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও শোলাকিয়া ঈদগাহ মাঠে জড়ো হন লাখো মুসল্লি। তারা ছাতা মাথায় দিয়ে এক সঙ্গে নামাজ আদায় করেন। 

শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শর্টগানের ৬টি ফাঁকা গুলি ছোঁড়া হয়। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুঁড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেয়া হয়।

বৃহত্তর এই জামাতকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় স্বস্তিতে নামাজ আদায় করতে পেরেছেন মুসল্লিরা।

জনশ্রুতি আছে ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামে পরিচিত।