ছাত্র রাজনীতির তারুণদের দাবী ছাত্রলীগের সভাপতি
 
												 
																			খাগড়াছড়ি গুইমারা উপজেলার ছাত্রলীগের পদ পদবী পেতে নানাভাবে চেষ্টা তদরিব ও লবিং করছেন পদ প্রত্যাশীরা। নেতাদের পদের জন্য,ব্যানার বিলবোর্ড, নির্মাণ করছে। পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সরব প্রচার-প্রচারণা। ছাত্রলীগের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত গুইমারা বিভিন্ন উন্নয়নের প্রয়োজনে কাজ করছে এ সংগঠনটি।
বর্তমান সময়ে অন্যায়ের প্রতিবাদী, আলোচিত উদ্দমী, নিবেদীত, কর্মোঠ, সৃজনশীল, দুরদৃষ্টি সম্পন্ন ছাত্র রাজনীতির তারুণ প্রাণ ছাফছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাগর আহম্মেদ। গুইমারা ছাত্র রাজনীতির তারুণদের দাবি ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি  সাগর আহম্মেদকে  এবার গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দেখতে চায়।
কর্মীবান্ধব নেতা হিসেবে ব্যাপক পরিচিতি থাকলেও গুইমারা ছাত্রলীগের বিভিন্ন সম্মেলনে রের্কড সংখ্যক ছাত্র রাজনীতির তারুণদের নিয়ে শোডাউন করে ছাত্রলীগের রাজনীতিতে চমক সৃষ্টি করেছিলেন বর্তমান ইউনিয়ন সভাপতি সাগর আহম্মেদ এবং  বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার আয়োজন আর তারুণদের নিয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী নিয়ে বিভিন্ন  আলোচনা সভায় অংশ গ্রহন করে ছাত্রলীগের রাজনীতিতে আর এক চমক সৃষ্টি করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক মেমং মারমার আস্থাবাজন ছাত্রলীগের তারুণ্যের অহংকার হাফছড়ি ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি সাগর আহম্মেদ। 
অন্যায়ের কাছে বর্জ্র কন্ঠস্বর। স্বদআলাপি। রুচিশীল ব্যক্তিত্ব সাগর আহম্মেদ  দলীয় নেতাকর্মীদের নিয়েই বেশি সময় কাটাতে পছন্দ করেন। কর্মীবান্ধব নেতা হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি থাকলেও ছাত্রলীগের রাজনীতিতে তাঁর উত্থানে  অনেক নেতারাই চমকে গিয়েছিল। 
জানতে চাইলে সাগর আহম্মেদ বলে, আমি গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি হতে পারলে আমার প্রানের সংগঠনকে ডেলে সাজানোর চেষ্টা করবো। বর্তমান সরকারের বিভিন্ন  উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি গুইমারা রাজপথ দখলে রাখতে আমাদের ছাত্রলীগ সংগঠনটি সব সময় প্রস্তুত ছিলো এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে। 
								 
                         
 
             
            