মির্জাপুরের জামুর্কী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা
টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বেলা বারটায় পরিষদের মিলনায়তনে পরিষদের সচিব উত্তম কুমার পোদ্দার এই বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল।
জামুর্কী ইউপির ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৪৭ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৪০০ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৪ লাখ ৮৪ হাজার ৪৭ টাকা।
পরে উন্মুক্ত বাজেট সম্পর্কে আলোচনায় অংশ নেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, জামুর্কী ইউপি সদস্য মো. খোরশেদ আলম এবং নুরুল ইসলাম পিয়ারা, জাফর ইকবাল প্রমুখ।
