শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৩:০৫ এএম, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | ১৯০

বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এর জন্য ১০% কর্তনাদেশের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা। 

মঙ্গলবার (৩০এপ্রিল) শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি  শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, উপদেষ্টা মীর আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

পরে মানববন্ধন শেষে মিছিল যোগে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে তারা।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।