টাঙ্গাইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৪৯ এএম, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ | ৫১০

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ঠ্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা হতে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে সরকারী শিশু পরিবার বালিকা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: শরীফ হোসেন খান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ প্রমুখ।
পরে অটিমজম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।