বেসরকারীভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন নাজমুল হুদা নবীন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, রোববার, ৩১ মার্চ ২০১৯ | ২৩৫৯

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন তালা প্রতিক নিয়ে  বিপুল ভোটের ব্যবধানে প্রথম বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮শ ৪৩ ভোট। তার নিকটকম প্রতিদন্ধী সোহেল রানা গ্যাস সিলিন্ডার প্রতিক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬শ ৯৫ ভোট।

উল্লেখ্য যে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২৭ টি ভোট কেন্দ্রে মোট ৭৬৩টি কক্ষে এ ভোট গ্রহন চলে ৩১ মার্চ রবিবার। 

নাজমুল হুদা নবীন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আলোকিতপ্রজন্ম.কম  এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।