গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন


রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাট না কাটতেই এবার আগুন লেগেছে গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে।
শনিবার সকাল ৬টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে।
মাসুদ ভূইয়া নামে উদ্ধারকর্মী বলেন, ফজরের নামাজের পরপরই আগুন লাগার খবর পেয়ে তারা এখানে ছুটে আসে। দুই বছর আগেও এই মার্কেটে আগুন লেগেছিল।