ভূঞাপুরে সরকারি স্কুল ও বাস ভবনে হামলা
ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হলেও সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে


টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ও প্রধান শিক্ষকের সরকারি বাস ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হলেও আসামীরা এখন ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। রফিক নামের এক আসামীকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামীরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এ নিয়ে উপজেলায় কর্মরত সকল শিক্ষকের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ন্যক্কারজনক এ ঘটনায় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে সম্পদ নামে এক প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলার সৃষ্ট করে এবং অন্যান্য প্রার্থী ও সাধারন ভোটারদের হুমকি দেয়। বিষয়টি প্রধান শিক্ষক মহি উদ্দিনের দৃষ্টিগোচর হলে তিনি সম্পদকে ধমক দেন।
এতে সম্পদ ক্ষুব্ধ হয়ে বাড়িতে গিয়ে তার মাদকসেবী পিতা সানোয়ার হোসেনকে জানালে সে দলবল নিয়ে বিদ্যালয়ে আসে এবং ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করে। নির্বাচনে সম্পদ হেরে যায়। এতে সম্পদের মাদকসেবী পিতা সানোয়ার হোসেন দলবল নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করে। সেখানেই শেষ নয়।
পরে তারা প্রধান শিক্ষকের সরকারি বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও প্রধান শিক্ষক মহি উদ্দিন বাড়িতে না থাকায় তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় প্রধান শিক্ষক মহি উদ্দিন বাদী হয়ে সোহাইন আদনান সম্পদকে প্রধান আসামী করে সানোয়ার হোসেন, আনিছুর রহমান, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, রাকিবুল হাসান ওরফে রাব্বীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনের বিরুদ্ধ ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি আসামীরা ঘুরে বেড়াচ্ছ প্রকাশ্যে।
এ নিয়ে উপজেলায় কর্মরত সকল শিক্ষকের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ন্যক্কারজনক এ ঘটনায় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম বলেন, একজন আসামীকে গ্রেপ্তার করেছি। বাকিরা পলাতক রয়েছে। সরকারি বিদ্যালয় ও বাস ভবনে যারা হামলা চালিয়েছে তারা কেউ রেহাই পাবেনা। আশা করি খুব তাড়াতাড়ি আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।