নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২০ পিএম, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭ | ৫০৩

টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাড. গৌতম চক্রবর্তী,টাঙ্গাইল জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. আরফান আলী মোল্লা, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এমএ সালাম,অ্যাড.মো. ইকবাল হোসেন, হাবিবুর রহমান হবি, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মো. রফিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান, মো. হাবিবুর রহমান, তোফায়েল মোল্লা, যুবদল নেতা রফিকুল ইসলাম দীপন, এলিম মাহমুদ, ইকবাল হোসেন, মীর খোকন, ছাত্রদল নেতা মো. নজরুল ইসলাম, জিহাদ হোসেন ডিপটি, জাহিদ হাসান জাহিদ, মীর রাসেল, মহিলা দলের সাধারন সম্পাদক লায়লা আরজুমান প্রমূখ। পুরোঅনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আবুল কালাম আজাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ১২ ইউনিয়নের বিএনপি ও এর সকল অঙ্গ,সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।