মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএস সেলিম

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯ পিএম, বুধবার, ২০ মার্চ ২০১৯ | ১২১৭

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জিএস সেলিম শিকদার। যেন দুচোখের পাতা এক করার সময় নেই নির্বাচনী মাঠে সারা জাগানো এই তরুণ নেতার।

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই যখন উপজেলা পরিষদ নির্বাচনের আলোচনা শুরু হয় তখন থেকেই নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষন করে ব্যক্তিগত প্রচারনা শুরু করেন মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃএর সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম শিকদার।

সেলিম শিকদার মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সময়েই ছাত্রলীগের রাজনীতির সাথে একনিষ্ঠভাবে যুক্ত হন। মির্জাপুর কলেজে অধ্যয়নকালে তার রাজনীতি আরা প্রসারিত হয়ে জেলা ছাতলীগের সাথেও যুক্ত হয়। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তার সৃষ্টি হয় সেলিম শিকদারের। সেই জনপ্রিযতায় তাকে কলেজ ছাত্র সংসদের জিএস হতে সহায়তা করে।

কলেজ জীবন শেষ করে এলাকার সাধারণ সমবায়ীদের নিয়ে সেলিম কাজ শুরু করেন। সেখানেও তার সফলতা আসে। সমবয়ীদের ভোটে তিনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপরই তিনি উজেলা যুবলীগের আহবায়ক মনোনিত হন।

সমবায়ীদের সাথে কাজ এবং যুবলীগের রাজনীতি সেলিম শিকদারকে মির্জাপুরের প্রতিটি ঘরে ঘরে পরিচিত করে তুলে। সেই সুবিধাকে কাজে লাগিয়ে সেলিম শিকদার উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে তুলে ধরার প্রতিযোগীতায় অবতীর্ণ হয়েছেন। তার কর্মি সমর্থকরা বলছেন শিক্ষার্থী এবং সমবায়ীদের মত তিনি এবার সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে আতœপ্রকাশ করবেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে সেলিম শিকদার ছাত্রলীগ যুবলীগ এবং সমবায়ীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফল হবেন বলে তার সমর্থকদের অভিমত।

উড়োজাহজ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ানো এই যুব নেতা সেলিম শিকদার বলেন ছাত্রজীবন থেকেই সাধারণ ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করছি। এই কাজের সুবাদে মির্জাপুর উপজেলার প্রতিটি গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আমার যে আতিœক সম্পর্ক গড়ে উঠেছে তাতে আমার বিশ্বাস আগামী ৩১ মার্চ ব্যালটের মাধ্যমে জনগণ আমাকে বিজয়ী করবে।