জুন জুলাইয়ের মধ্যেই ফোর’জি নেটওয়ার্ক এর সুবিধা পাবে গ্রাহকরা ...তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭ | ১৩০০

আগামী জুন জুলাইয়ের মধ্যেই গ্রাহকরা ফোর’জি নেটওয়ার্ক এর সুবিধা পাবে এবং সেই সাথে ট’ুজি ও থ্রি’জি নেটওয়ার্কেরও গতি বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম ।

এসময় তিনি আরো বলেন প্রথম পর্যায়ে বিভাগীয় শহরগুলোতে ফোরজি নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে এবং পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় ফোরজি নেট সুবিধা পাবেন গ্রাহকরা।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মাওলা।

জেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া (বড় মনির), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম. শিবলী সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. আনিছুর রহমান, কালের স্ত্রোত পত্রিকার সম্পাদক মো. রেফাজুর রহমান সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার দেলদুয়ার উপজেলা প্রতিনিধি অপু তালুকদার শিপলু।