২৬ মার্চ সারাদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশিত হবে


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) এক তথ্য বিবরণীতে বলা হয় এসময় সারাদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশিত হবে। এছাড়া ১০-১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ২০১৯ এর বিজয়ী দলগুলোকে পুরস্কার প্রদান করা হবে।
বিদেশস্থ বাংলাদেশ মিশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্ভব হলে বাংলাদেশের সাথে একই সময়ে এবং অন্যান্যরা একই দিনে সুবিধাজনক সময়ে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করবে।