নাগরপুরে শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫ এএম, সোমবার, ১৮ মার্চ ২০১৯ | ৪৪৬

টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে উদয় তারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. কায়ছার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম,অধ্যক্ষ আবুল কালাম, ইসলামী ফাইন্ডেশন টাঙ্গাইল এর উপ-পরিচালক মোহম্মদ আলী, প্রকৌশলী আবদুর রহিম ,গয়হাট উদয় তারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হামিদুর রহমান ঝন্টু , শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১৪০ জন গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করেন। শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশন বৃত্তিপ্রদান অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন গয়হাট উদয় তারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম।