বেনাপোল সীমান্তে অভিযানে ৩৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক

মোঃ সাগর হোসেন.যশোর
প্রকাশিত: ১১:২৭ এএম, রোববার, ১৭ মার্চ ২০১৯ | ৪৪৮

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। কোন মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

রবিবার সোমবার ভোর রাতে পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মোট ৩৩৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ সাগর হোসেনকে নিশ্চিত করেন জানান,আটককৃত ফেন্সিডিল ব্যাটালিয়ন সদরে জমা করা হবে যা পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ সাগর হোসেনকে নিশ্চিত করেন।