সখীপুরে ‘যুুুদ্ধে যাওয়া দশ যুবকের গল্প, গ্রন্থের মোড়ক উন্মোচন

সখীপুরের তরুণ লেখক মোজাম্মেল হক সজল-এর ‘যুুুদ্ধে যাওয়া দশ যুবকের গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান।
আজ মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে অধ্যক্ষ রহিজ উদ্দিনের সভাপতিত্বে এ গ্রন্থ নিয়ে আলোচনা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাবেক সম্পাদক এনামুল হক, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এম.সাইফুল ইসলাম শাফলু, সাংবাদিক সাজ্জাত লতিফ, কন্ঠ শিল্পী এমএ হাশেম, সরকারি মুজিব কলেজের প্রভাষক মো. আলীম মাহমুদ, সাংবাদিক, সাইফুল ইসলাম সানি, প্রভাষক আতিকুর রহমান তাহের, গীতিকবি শাহআলম সানি, নিউজ টাঙ্গাইলের প্রকাশক সজল আহমেদ, কালের কন্ঠ শুভ সংঘের সখীপুরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় মোজাম্মেল হক সজল এ গ্রন্থ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে। তিনি একজন সাংবাদিক, বেতার- টেলিভিশনের গীতিকার, কন্ঠ শিল্পী ও স্থানীয় হাতিয়া ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক। এ নিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা চারটি।
মোজাম্মেল হক সজল বলেন, কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে সখীপুরের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে গল্প গুলো লেখা। এ গ্রন্থের গল্প গুলো গল্প নয়, বাস্তব এবং সত্য ঘটনা।