নাটোরে বেতন বৈষম্য দুর করতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন


নাটোরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা প্রদান করে বেতন বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার নাটোরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) এ প্রশিক্ষণরত জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ তাদের দাবীর সমর্থনে পিটিআই মোড় সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়কের এক ধারে ব্যানার ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে প্রায় এক ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন থেকে শিক্ষক নেতারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শিক্ষা জননী আখ্যায়িত করে তাঁর দলের ঘোষিত নির্বাচনী ইস্তেহার অবিলম্বে বাস্তবায়ন করে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার আহবান জানান।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি লালপুর উপজেলা শাখা প্রচার সম্পাদক শাহনেয়াজ সেতু এবং সদস্য জাহাঙ্গীর হোসেন, মোছা: নাজমিরা ও মনিরুল ইসলাম, বাগাতিপাড়ার সহকারী শিক্ষক হুমায়ন আহমেদ, নলডাঙ্গার মো: ইনতাজ আহমেদ, নাটোর সদরের আব্দুল্লাহ আল মাহফুজ ও জাহিদুল ইসলাম, বড়াইগ্রামের জুথীঁ রানী দাস ও মোশাররফ হোসেন, গুরুদাসপুরের আবুল বাশার এবং সিংড়ার মো: মাহবুব আলম।
/ফিরোজ আহমেদ