মির্জাপুরে বিয়ের যাত্রী বাহি চলন্ত বাসে আগুন, রক্ষা পেল ৩৬ যাত্রী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯ পিএম, রোববার, ১০ মার্চ ২০১৯ | ৬৩৫

মির্জাপুরে বিয়ের যাত্রী বাহি চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনায় বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুর একটার দিকে ঢকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা রোডের গোড়াই বাসস্টেশনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনলেও হুরোহুরি করে নামার সময় কয়েকজন যাত্রী আহত হয়েছে। তবে কেউ অগ্নিদগ্ধ হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, ঢাকার সাভার থেকে বীপদ সাহার মেয়ের বিবাহোত্তর বৌভাতের যোগ দিতে পরিবারের সদস্যরা ঠিকানা পরিবহনের একটি বাস যোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পৌছার পর বাসের ইঞ্জিনে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন বাসের লোকজন হুরোহুরি করে নামতে থাকে। এসময কয়েকজন যাত্রী আহত হয়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কেউ অগ্নিদগ্ধ হয়নি বলে জানা গেছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর স্টেশন অফিসার আরিফুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছেন তবে কেউ হতাহত হয়নি। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।