বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, বুধবার, ৬ মার্চ ২০১৯ | ৩৯৪
যশোরে দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ শামীম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।  তিনি শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।
 
বুধবার (৬ মার্চ) ভোরে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।  এ সময় একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  নিহত শামীম ওই এলাকার বাসিন্দা।
 
কোতয়ালি থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানান, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দু’দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ চলছে। ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
 
পরে পুলিশ শনাক্ত করে নিহত ওই যুবকের নাম শামীম। সে খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত।