দুর্নীতি বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়িতে সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি কার্যালয়ের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীল তালুকদারের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সফিকুর রহমান ভূইঁয়া, খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সহ-সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন মজুমদার।
দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় দাবি করে বক্তারা শিক্ষার্থীদের দুর্নীতিকে ঘৃণা করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি হলে ভবিষ্যতে জাতি দুর্নীতি মুক্ত সমাজ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়