খালেদা জিয়াকে শিগগিরই বিএসএমএমইউতে নেয়া হবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ | ৪৯০

মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘এই বোর্ড গত ২৪ ফেব্রুয়ারি কারাগারে তাকে (খালেদা জিয়া) ভিজিট করেছেন এবং তারা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। বঙ্গবন্ধু হাসপাতালে এই পরীক্ষাগুলো করার জন্য বলেছেন।’

‘বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে পাঠিয়ে দেব চিকিৎসার জন্য’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেগম জিয়াকে কবে নাগাদ হাসপাতালে পাঠানো হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিগগিরই পাঠাব। বোর্ড যেভাবে বলে সেভাবেই তাকে বঙ্গবন্ধু হাসপাতালে পাঠানো হবে।’